ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলীয় এক সাংবাদিকের ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে ওই সাংবাদিকের নামে নালিশ করার হুমকিও দেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে এই ঘটনা ঘটে। মঙ্গলবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি হোয়াইট হাউজে ফেরার পর থেকে এখন কতটা ধনী হয়েছেন? জবাবে ট্রাম্প বলেন, আমি জানি না। আমি যেসব চুক্তি করেছি, সেগুলোর বেশিরভাগই আসলে ক্ষমতায় আসার আগে করা। আমার সন্তানরা এখানে ব্যবসা চালাচ্ছে। আমি সারা জীবন ভবন বানিয়েছি, এটাই আমার কাজ। প্রশ্নের জবাব দিতে গিয়ে হঠাৎই ট্রাম্প নিজ উদ্যোগে হোয়াইট হাউজে নির্মাণাধীন একটি নতুন বলরুমের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ওই জায়গাটা দেখেছেন? ওখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর বলরুম। এটি...