পাবনার সাঁথিয়া মিয়াপুর হাজী জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।গত সোমবার (১৫ সেপ্টেম্বর) শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা এই হামলা ও ভাঙচুর করে। শিক্ষকেরা জানান, গত সোমবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলছিল। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে চলছিল সাজসজ্জার কাজ। এমতাবস্থায় হঠাৎ করে শিবির নেতা সোহানের নেতৃত্বে কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি পালন করার কথা বলে। উপস্থিত শিক্ষকেরা তাদের চলে যেতে বললে তারা শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা কাঠের বাটাম, হাতুড়ি ও লাঠি দিয়ে প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা ও তিনটি শ্রেণিকক্ষের জানালা ভাঙচুর করে শিবিরের নেতা-কর্মীদরা। তাদের এই কর্মকাণ্ডে বাধা দেওয়ায় কয়েকজন শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। এ বিষয়ে ক্ষেতুপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি...