সম্প্রতি এক টিনএজার আত্মহত্যার ঘটনার পর কম বয়সী ব্যবহারকারীদের জন্য এআই ব্যবহারে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এ নতুন ব্যবস্থায় কোম্পানিটি তাদের টিনএজার ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এদের চ্যাটজিপিটি ব্যবহারে কিছু নিয়ন্ত্রণ আনবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। মঙ্গলবার এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, এ নতুন ব্যবস্থায় বয়স অনুসারে নীতিমালা থাকবে, যার মধ্যে গ্রাফিক যৌনতাপূর্ণ কনটেন্ট বা ‘অশ্লীল’ ও ‘আপত্তিকর’ কনটেন্ট ব্লক করবে কোম্পানিটি। ‘চরম বিপদের সময়’ এ সিস্টেমের এমন সক্ষমতাও থাকবে, যেখানে কোম্পানিটি প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আবার যেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহারকারীর বয়স নির্ভরযোগ্যভাবে অনুমান করতে পারবে না সেসব ব্যবহারকারীদেরও এ নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যেই রাখবে ওপেনএআই। তবে প্রাপ্তবয়স্ক বা ১৮+ ব্যবহারকারীদের জন্য বয়স...