ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায়ই দেখা যায় বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং সময় কাটাতে। তারকারা যেমন মোদিকে দেখে আপ্লুত হন, তেমনি মোদিও তাদের প্রতি স্নেহের দৃষ্টি দেন। বলিউড তারকাদের সঙ্গে তাদের সরকার প্রধানের এই সুসম্পর্ক যেন আবার ফুটে উঠল। হঠাৎ মোদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করতে শুরু করলেন শাহরুখ খান, আমির খানসহব বলিউডের নামকরা তারকারা। আজ ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দিলেন নরেন্দ্র মোদি। জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে। সেই ধারায় বলিউড তারকারাও যুক্ত হয়েছেন। শাহরুখ খান এক ভিডিওবার্তায় মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখের কথায়, ‘দেশের প্রতি আপনার নিষ্ঠা ও পরিশ্রম প্রশংসনীয়। ৭৫ বছর বয়সেও আপনার এই দম থেকে আমরা অভিভূত হই। আশা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকবেন।’ আমির খান বলেন, ‘স্যার, জন্মদিনের...