সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য তার আইনজীবী আদালতে ড্রাই ফ্রুটস, ডায়েট কোক ও স্যান্ডউইচের ব্যবস্থা করার অনুমতি চাইলেও আদালত সেই আবেদন নামঞ্জুর করেছেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। সকালে প্রায় ৯টার দিকে আমুকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর সাড়ে ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট, পেছনে হাতকড়া ও হেলমেট পরিয়ে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় ওঠানোর পর তার নিরাপত্তা সরঞ্জাম খুলে নেওয়া হয় এবং বয়স ও শারীরিক অবস্থার কারণে তাকে বসার জন্য একটি টুল দেওয়া হয়। এদিন যাত্রাবাড়ীতে শ্রমিক মো. রিয়াজ (৩৫) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি মামলায় আমুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই শাখাওয়াত হোসেন। শুনানিকালে আমুর আইনজীবী অ্যাডভোকেট মহসিন রেজা...