শরৎ আসলেই দুর্গোৎসবের আনন্দধ্বনি কানে বাজে। মাতাল হাওয়ায় দুলে ওঠে কাশবনের সাদা-শুভ্র পালক। বর্ষায় স্নাত হওয়া প্রকৃতি যেন নতুন রূপে সেজেগুজে উদ্ভাসিত হয়। বাতাসে দুর্গা পূজার কলরব শোনা যায়। এই অনুভূতি কেবল সনাতন ধর্মাবলম্বীদের একার নয় সকল সম্প্রদায়ের মানুষেরই মননের গহীন ভেতরে প্রতিধ্বনিত হয়। আবহমান বাংলার সংস্কৃতি ও লোক ঐতিহ্যের ধারাবাহিকতায় আশ্বিন মাসটা যেন সম্পূর্ণ ভিন্ন সত্তাকে বুকে ধারণ করে আছে। আর শারদীয় উৎসবের আবহ-ই তাকে দিয়েছে পৃথক মাত্রা ও সুধাময়ী আমেজ। ধর্ম-বর্ণ, উঁচু-নিচু নির্বিশেষে বাঙালির মুষ্টিমেয় সর্বজনীন আনন্দোৎসবের অন্যতম হলো শরতের দুর্গোৎসব। যুগযুগ ধরে যেখানে কারও অংশ নিতে বাধা থাকে না, বরঞ্চ থাকে স্বতঃস্ফূর্ততার এক সুখানুভূতি। হিন্দুশাস্ত্র মতে শরৎকাল নিয়ে নানাবিধ মতভেদ ও শ্রুতি প্রচলিত আছে। এসময়ে দুর্গাপূজার বিধান নিয়েও রয়েছে নানা মত ও পথ। তবে শারদীয় উৎসবের মূল...