১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই দেরাদুনের। উত্তরাখণ্ডের রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধাম সিং নগর জেলায় বর্ষণজনিত লাল সতর্কতা জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের এই তিন এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা আছে। চলতি বছর বর্ষায় নাজেহাল অবস্থায় পড়েছে উত্তরাখণ্ড। মেঘভাঙা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে দেরাদুন অ অন্যান্য শহরের অনেক সড়ক ধ্বংস হয়ে গেছে, শত শত বাড়িঘর, দোকানপাট ও ব্যবসায়িক ভবন ধ্বংস হয়েছে, দু’টি বড় এবং গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে এবং বহু এলাকায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার...