তিনি আরও বলেন, কোনো গোষ্ঠীর দাবিতে নয়, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদল তাদের আবেদনে জানিয়েছিল, ৩০ ও ৩১ আগস্ট সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, কেউ বাড়িতে ছুটিতে আছেন, আবার কেউ পরীক্ষার কারণে মনোনয়ন সংগ্রহ করতে পারেননি। তাই সময় বাড়ানো জরুরি ছিল। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র গ্রহণ এবং ১৭ সেপ্টেম্বর জমা দেওয়ার শেষ দিন ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উভয় সময়সীমা এক দিন করে বাড়ানো হলো। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় এক...