১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০২৬ সালের জন্য সংস্থার বাজেট কমানোর প্রস্তাব দিয়েছেন। এ সিদ্ধান্তে সংস্থার কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কয়েক হাজার কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। বিশ্বের শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এই সংস্থার কর্মসংস্থান ও কার্যক্রমে প্রভাব পড়বে। সংস্থার মহাসচিব ২০২৬ সালের বাজেট ১৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রস্তাবনার মূল কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে সংস্থার দীর্ঘস্থায়ী তারল্য সমস্যা। এ প্রস্তাব বাস্তবায়িত হলে ৩.২৩৮ বিলিয়ন ডলারের বাজেট হবে এবং প্রায় ২৬৮১ জন কর্মী চাকরি হারাবেন। মূলত মহাসচিব পূর্বে ২০২৬ সালের বাজেট ২০২৫ সালের সমান স্তরে রাখার প্রস্তাব দিয়েছিলেন,...