আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। ২০২৫ সালে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি উঠেছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলারের আসনে। ৩৪ বছর বয়সী বরুণ ভারতের মাত্র তৃতীয় বোলার, যিনি টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে উঠলেন। এর আগে জসপ্রিত বুমরা ও রবি বিষ্ণোই গড়েছিলেন এ কীর্তি। গত এক বছরে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়া বরুণ ইংল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন। চলতি এশিয়া কাপে তিনি দু’টি ম্যাচে (ইউএই ও পাকিস্তানের বিপক্ষে) সমান দুটি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইউএইয়ের বিপক্ষে ১/৪ ও পাকিস্তানের বিপক্ষে ১/২৪, অসাধারণ বোলিং পারফরম্যান্স শীর্ষে তুলেছে বরুণকে। ফলে তিন ধাপ এগিয়ে প্রথমবার এক নম্বরে উঠেছেন তিনি। এসময় নিউজিল্যান্ডের পেসার জেকব ডাফি নেমে গেছেন দ্বিতীয় স্থানে,...