চলতি বছর বলিউডের আলোচিত ছবি ‘সাইয়ারা’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছেন নবাগতা অভিনেত্রী অনীত পাড্ডা। প্রথম ছবিতেই দর্শকের কাছে তুমুল প্রশংসা পেয়েছেন তিনি। এবার নতুন চরিত্রে অনীতকে দেখার অপেক্ষায় ভক্তরা। সেই আমেজে দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতিও শুরু করেছেন অভিনেত্রী। তবে নতুন ছবিটি রোমান্টিক ঘরানার নয়, একটি কোর্টরুম ড্রামায় দেখা যাবে অনীতকে। এমনটাই দাবি করছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল। এবার প্রেমিকাসুলভ খোলস ছেড়ে এমন এক চরিত্রে ধরা দেবেন...