গাজায় সামরিক অভিযান জোরদার করায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটি বলেছে, তারা গাজায় সামরিক অভিযান বাড়ানোর ‘কঠোর বিরোধিতা’ করে। একই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এমন সব কর্মকাণ্ডের নিন্দা জানায়। খবর এএফপির। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধির কঠোর বিরোধিতা করে চীন। একই সঙ্গে আমরা বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন সব কর্মকাণ্ডের নিন্দা জানাই।’ এর আগে গতকাল মঙ্গলবার ভোর থেকেই গাজা সিটিতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে গাজা উপত্যকার...