পাকিস্তানের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। পাইক্রফট ইস্যুর সমাধান হয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে। সম্ভবত সংযুক্ত আরব আমরাতের বিপক্ষে ম্যাচে পাইক্রফটকে আর দেখা যাবে না। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে অনুশীলনও করেছে পাকিস্তান দল। সবকিছু ঠিক থাকলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারতের বিপক্ষে ম্যাচে ‘হ্যান্ডশেক’ কাণ্ডের পর পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো হোক। আইসিসি তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে। এরপর সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে একটি সমঝোতার পথ খুঁজে পাওয়া গেছে বলে জানানো হয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটি প্রতিবেদনে। পাইক্রফটকে আজ (বুধবার)...