সাফল্যের জাদু চলছেই! কে জানতো অখ্যাত দুই যুবক-যুবতী এক সিনেমা দিয়ে এভাবে বাজিমাত করে দেবেন! এমন করে হইচই ফেলে দেবে তাদের স্ক্রিন কেমিস্ট্রি। ভাবনার বাইরে যা সেটাইতো অসাধারণ কিছু। মোহিত সুরি পরিচালিত প্রেমের ছবি ‘সাইয়ারা’ তেমনি সাফল্যের গল্প লিখেছে। ছবিতে কৃষ কাপুরের চরিত্রে আহান পাণ্ডে ও বাণী বাত্রার চরিত্রে অনীত পাড্ডা অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়েছেন। ১৮ জুলাই ছবিটি মুক্তির পর থেকে দেশে ও বিদেশে রেকর্ড সংখ্যক আয় করেছে। বিশেষ করে আন্তর্জাতিক বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। বিদেশে এর মোট আয় প্রায় ১৯.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১৭২ কোটি রুপির সমান। প্রথম দিনে ৪৭৫ হাজার ডলার আয় দিয়ে শুরু করেছিল ‘সাইয়ারা’। প্রথম সপ্তাহান্তে আয় ছিল ২.১০ মিলিয়ন ডলার। এরপর ছবিটি বিদেশে অবিশ্বাস্যভাবে প্রায় ১০ গুণ আয় বৃদ্ধির রেকর্ড...