ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোয় এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির কাছে লিখিত অভিযোগে বলা হয়, টসের সময় নাকি এই ম্যাচ রেফারি পাকিস্তান অধিনায়ককে জানিয়েছিলেন, হাত মেলানোর দরকার নেই। তবে পিসিবির এ দাবি খারিজ করে দিয়েছে আইসিসি। তাদের দাবি মানা না হলে আসর থেকে সরে দাঁড়ানোর মতো কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছিল পাকিস্তান। সর্বশেষ খবর, আজ দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামছেন সালমান-শাহিনরা। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই পাকিস্তানের। তাই আইসিসির জবাবের আগেই পিসিবি সিদ্ধান্ত নিয়েছিল, এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলবে তারা। ভারতের কাছে হারায় আজ স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। এই ম্যাচের ওপর নির্ভর করছে গ্রুপ থেকে ভারতের সঙ্গে...