ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক তিন-দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগরের প্রতিষ্ঠানটির ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ‘অ্যাক্সেস টু অ্যাকশন: রি-থিংকিং ইন ইনফরমেশন প্র্যাকটিসেস ইন এআই’-এ প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ। এতে বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান। এতে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন, অধ্যাপক ডক্টর দিলারা বেগম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শামস রহমান বলেন, ‘বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলছে। শুধু প্রযুক্তি বা ডেটা সায়েন্স নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, কৃষি, এমনকি...