পাকিস্তানের বর্তমান প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকাদের তালিকা করলে যে ক’জনের নাম প্রথম দিকে আসবে, তাঁদের মধ্যে অন্যতম হানিয়া আমির। হাসিখুশি মুখ, প্রাণবন্ত অভিনয় আর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতঃস্ফূর্ত উপস্থিতি— সব মিলিয়ে অল্প সময়েই তিনি জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে চলচ্চিত্রে কাজ করে আবারও শিরোনাম হয়েছেন এই নায়িকা।বাল্যকাল ও পরিবার১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে জন্ম হানিয়ার। সাধারণ পরিবারে বড় হলেও ছোটবেলা থেকেই তার ভেতরে লুকিয়ে ছিল শিল্পীসত্তা। তবে শৈশবটা বেশ কঠিন ছিল। বাবা-মায়ের সম্পর্ক ভালো না থাকায় তাদের বিচ্ছেদ ঘটে, ফলে মা-ই হয়ে ওঠেন হানিয়ার সবচেয়ে বড় ভরসা। যে কারণে জীবনের শুরু থেকেই নানা কষ্টের মধ্য দিয়েই তাকে বেড়ে উঠতে হয়। শৈশব-কৈশোরের গণ্ডি পেরিয়ে হানিয়া যখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখেন, তখন নাট্যকলা...