আগের দুই মাসের তুলনায় সেপ্টেম্বরে রাশিয়া থেকে আরও বেশি তেল কিনেছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ঘটনাকে কেন্দ্র করে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ফলে ভারতের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ হয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনা কমানোর বদলে আরও বেশি তেল কিনছে ভারত। খবর হিন্দুস্তান টাইমসের।রাশিয়ান তেল ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় অবস্থানে রয়েছে দিল্লি। রাশিয়ার সঙ্গে এখনো একই সম্পর্ক বজায় রেখেছে দেশটি। ভারতের রিফাইনারগুলো রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে ভারতীয় বন্দরে যে রুশ তেলের চালান পৌঁছেছে তা জুলাই ও আগস্টের চেয়ে বেশি ছিল। যা থেকে স্পষ্ট মার্কিন চাপের তাৎক্ষণিক কোনো প্রভাব ভারতের ওপর পড়েনি। প্রাথমিক ট্যাংকার ট্র্যাকিং ডেটা উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা...