টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতির ধারায় এবার চূড়ায় পৌঁছে গেছেন ভারুন চক্রবর্তী। এই সংস্করণের বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন ভারতের এই রহস্য স্পিনার। তাতে গড়েছেন দারুণ এক কীর্তিও। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নেওয়া ভারতের তৃতীয় ক্রিকেটার ভারুন। তার আগে এই কীর্তি গড়েছিলেন দলটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও লেগ স্পিনার রাভি বিষ্ণই। টি-টোয়েন্টিতে ভারত দলের নিয়মিত সদস্য হয়ে ওঠা ভারুন এই সংস্করণে খেলা সবশেষ ১১ ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন। যার মধ্যে দুইবার পেয়েছেন পাঁচ উইকেটের স্বাদ। এশিয়া কাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ভারুনের প্রাপ্তি দুই উইকেট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রান এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রান দিয়ে একটি করে শিকার ধরেছেন তিনি। গত মার্চ থেকে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন নিউ জিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। তাকে...