জাতীয় নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচন নিয়ে যত মাথাব্যথা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল যখন দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে, তখন এনসিপি গণপরিষদ নির্বাচন নিয়ে প্রয়োজনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এনসিপি মনে করছে, দেশের বর্তমান সংসদীয় ব্যবস্থা জনগণের প্রকৃত প্রতিনিধি নয়। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, রাজনৈতিক কাঠামোর সংস্কার ও একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা সম্ভব। বর্তমান সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তাই প্রয়োজন একটি নতুন সংবিধান। আমাদের দাবি শুধু নির্বাচন নয়, একটি বড় দলের দাবি শুধু নির্বাচন। যদি এরকম হয় তাহলে নির্বাচন আমাদের কাছে মুখ্য হবে না। আমরা দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবো, জনমত গঠনের মাধ্যমে রাজপথে থাকবো।-এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন দলটির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সভা-সেমিনার, এমনকি জাতীয় ঐকমত্য কমিশনেও গণপরিষদ নির্বাচনের...