রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমান জানিয়েছেন, এবারের বর্ষায় রাজ্যের সহস্রধারা, মুসৌরি, প্রেমনগর, নরেন্দ্রনগর, পিথোরাগড়, নৈনিতাল এবং পাওরির বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। বন্যা উপদ্রুত এলাগুলো থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।ভারী বর্ষণ ও আবহাওয়াগত বিপর্যয়ের কারণে দেরাদুনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজধানী...