জাপান সরকার আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না, এমন একটি সিদ্ধান্ত দেশটির সরকার নিয়েছে বলে জাপানি সংবাদপত্রগুলো জানিয়েছে। অনামা সরকারি সূত্রের উদ্ধতি দিয়ে বুধবার আসাহি সংবাদপত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং ইসরায়েলের মনোভাব কঠোর হওয়া এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের সরকার জানিয়েছে, চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডগুলোতে তাদের কার্যকলাপ নিয়ে ইসরায়েল বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখে পড়ছে বলে রয়টার্স জানিয়েছে। গত সপ্তাহে বার্তা সংস্থা কিয়োডো জানায়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়ার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। কিন্তু বেশ কয়েকটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার এক...