এই গ্রীষ্মে ইউরোপের শহরগুলোতে প্রায় ১৬ হাজার ৫০০ জন মানুষের মৃত্যু হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়ে যাওয়া তাপমাত্রার কারণে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণায় এই দাবি করা হয়েছে। সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি দহনজনিত কার্বন নিঃসরণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপজুড়ে তাপমাত্রা মারাত্মকভাবে বেড়েছে, আর এই উষ্ণতা গ্রীষ্মকালে প্রাণহানির হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ব্রিটেনভিত্তিক গবেষক দলের পরিচালিত এই দ্রুত-উৎপাদিত গবেষণাটি, অফিসিয়াল পরিসংখ্যান প্রকাশের আগেই, মডেলিংয়ের মাধ্যমে অনুমান করে দেখিয়েছে ২০২৫ সালের জুন থেকে আগস্ট মাসের মধ্যে ইউরোপের ৮৫৪টি শহরে গড় তাপমাত্রা ছিল প্রায় ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গবেষণায় বলা হয়, এই সময়কালে শহরগুলোতে আনুমানিক ২৪ হাজার ৪০০ অতিরিক্ত মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায়...