বেন অ্যান্ড জেরিসের সহ-প্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ড প্রায় ৫০ বছর প্রতিষ্ঠানটির সাথে কাজ করার পর কাজ ছেড়েদিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ইউনিলিভার গাজার ওপর ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বেন অ্যান্ড জেরিসের অবস্থানের কারণে তাদের আইসক্রিম ব্র্যান্ডের সামাজিক মিশন বন্ধ করে দিয়েছে। সংবাদমাধ্যম আল-জারিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বেন অ্যান্ড জেরিসের অন্য আরেক সহ-প্রতিষ্ঠাতা বেন কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বুধবার ১৭ সেপ্টেম্বর একটি খোলা চিঠিতে শেয়ার করেছেন, যেখানে জেরি গ্রিনফিল্ড লিখেছেন এটি তার জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত। ২০২১ সাল থেকে ইউনিলিভার ও বেন অ্যান্ড জেরিসে মধ্যে বিবাদ শুরু হয়, যখন ভারমন্ট ভিত্তিক এই কোম্পানি অবৈধ পশ্চিম তীর অঞ্চলে বিক্রি বন্ধের ঘোষণা দেয়। তারা বলেছিল, এই কর্মসূচি তাদের মূল্যবোধের সঙ্গে অসঙ্গত। বেন অ্যান্ড জেরিস তাদের প্যারেন্ট কোম্পানির বিরুদ্ধে মামলা...