এমিরেটস এয়ারলাইন নতুন একটি স্টেট-অফ-দা-আর্ট ফ্লাইট ক্রু প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের ঘোষণা দিয়েছে। দুবাইয়ে নতুন স্থাপনাটি নির্মাণ ব্যয় হয়েছে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৭৭এক্স উড়জাহাজের বর্তমান এবং ভবিষ্যৎ পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে নতুন এই কেন্দ্রটিতে। নতুন কেন্দ্রটি চালুর ফলে এমিরেটসের বাৎসরিক পাইলট প্রশিক্ষণ সক্ষমতা ৫৪ শতাংশ এবং ৪৫ হাজার ঘণ্টা বৃদ্ধি পাবে। দুবাইকে একটি উদীয়মান বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এমিরেটস এয়ারলাইন এবং গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম। ৬৩ হাজার ৩১৮ বর্গফুট জুড়ে বিস্তৃত এই উচ্চ প্রযুক্তির স্থাপনাটিতে ৬টি ফুল ফ্লাইট সিম্যুলেটর বে স্থাপন করা হয়েছে। এটি দুবাইয়ের অন্যান্য এমিরেটস প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থিত। প্রশিক্ষণ কেন্দ্রটিতে স্থাপিত সিম্যুলেটরগুলোতে যুক্ত...