প্রায় তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে সরে গিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) ২টার দিকে অবরোধ তুলে নেন তারা। পরে ওই এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে ‘কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস’ এবং ‘প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত’ করার প্রতিবাদ জানিয়ে এবং ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো– হাইকোর্ট থেকে বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ বাতিল করা; ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা; ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া; ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ; কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ...