আইসিসি টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ভারতের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তী। সংযুক্ত আরব আমিরাতে চলতি এশিয়া কাপে স্বাগতিকদের বিপক্ষে ৪ রানে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ১ উইকেট নেওয়ার পর এই সুখবর পেলেন তিনি। বরুণ হচ্ছেন তৃতীয় ভারতীয় বোলার যিনি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন। তার আগে এই কীর্তি গড়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ এবং লেগস্পিনার রবি বিষ্ণুই। ৩৪ বছর বয়সী বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিকে পেছনে ফেলেছেন, যিনি মার্চ থেকে শীর্ষে ছিলেন। এদিকে শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা ছয় ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। চার ধাপ এগিয়ে ১১তম স্থানে পাকিস্তানের বাঁহাতি রিস্টস্পিনার সুফিয়ান মুকিম। এছাড়া ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল এক ধাপ এগিয়ে ১২তম, পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ ১১ ধাপ এগিয়ে ১৬তম, ভারতের কুলদিপ যাদব ১৬ ধাপ...