গাজায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছুঁইছুঁই। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে গাজাজুড়ে তীব্র হামলা চালানো হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছে। খবর আল জাজিরার। গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক শিশু এবং তার মা প্রাণ হারিয়েছেন। সম্প্রতি গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযান শুরু করে ইসরায়েল। রাতভর ভারী বিমান হামলার মধ্যেই শহরটির বিভিন্ন অংশে ইসরায়েলের স্থল সেনারা প্রবেশ করেছে। এরপর থেকেই হাজার হাজার ফিলিস্তিনিকে উপকূলীয় রাস্তা দিয়ে চলে যেতে বাধ্য করা হয়। গাধার গাড়ি, ঠেলাগাড়ি অথবা হেঁটে বিপুল পরিমাণ ফিলিস্তিনিকে শহরের দক্ষিণ দিকে ছুটে যেতে দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ’র তথ্য অনুযায়ী, এরই মধ্যে প্রায় সাড়ে তিন লাখ...