সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকিতে থাকা মিসর সিনাই উপত্যকায় চীনের এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়, মিসরের কাছে চীনের তৈরি এইচকিউ ৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে, যা রাশিয়ার এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। খবর মিডল ইস্ট মনিটরএই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা ইস্যুতে মিসরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আরও স্পষ্ট হলো। মিসরের প্রতিরক্ষামন্ত্রী আবদেল মজিদ সাকার সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক প্রস্তুতি শুধু আমাদের মনোবল বাড়ানোর জন্য নয়। বরং স্থলভাগে আমাদের সামরিক সক্ষমতাও প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, কেউ যদি মিসর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা এ ধরনের কিছু ভাবে তাহলে আমাদের যে সক্ষমতায় রয়েছে তা প্রকাশ করা হবে। তাদের ধারণাও নেই যে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।গাজায়...