ভারতের হিমালয় পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই দেরাদুনে। প্রবল বর্ষণে রাজ্যের দেরাদুন, চম্পাওয়াত ও উধাম সিং নগর জেলায় লাল সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। সতর্কতা অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এসব এলাকায় আরও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। চলতি বর্ষায় উত্তরাখণ্ডের অবস্থা নাজুক হয়ে উঠেছে। পাহাড়ি ঢল ও মেঘভাঙা বর্ষণে দেরাদুনসহ বহু শহরের সড়ক ধ্বংস হয়ে গেছে, শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, এবং দুটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমান জানিয়েছেন, এবারের...