বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেস আয়োজন করতে চলেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আগামী শনিবার থেকে শুরু হওয়া চারদিনব্যাপী কংগ্রেস শেষ হবে ২২ সেপ্টেম্বর এতে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় করণীয় নির্ধারণ এবং চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে সিদ্ধান্ত নেবে সিপিবি। বুধবার পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে এয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মিহির ঘোষ বলেন, কংগ্রেসের উদ্বোধনী দিনে পার্টির 'ভেটারান কমরেডদের' সম্মাননা জানানো হবে। 'সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর' প্রতিপাদ্য নিয়ে প্রায় দুই শতাধিক প্রবীণ কমরেড কংগ্রেসে যোগ দেবেন। যাদের বয়স ৭০ বছর বা তদূর্ধ্ব এবং যারা এক টানা ৩০ বছরের বেশি সময় ধরে পার্টির সদস্য হিসেবে যুক্ত আছেন, তাদেরকে 'ভেটারান কমরেড' হিসেবে...