এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাঁহাতি ওপেনার। রান পাওয়ায় এগিয়েছেন জাকের আলিও। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে তানজিম হাসানের। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় শুরুটা ভালো হয়নি তানজিদের। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে এক চারে ১৮ বলে ১৪ রান করেন তিনি। শ্রীলঙ্কা ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি। ব্যর্থতা ঝেড়ে ফেলে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ান তানজিদ। ৩ ছক্কা ও ৪টি চারে ৩১ বলে খেলেন ৫২ রানের চমৎকার ইনিংস। যার সৌজন্যে র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে আছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখন সবার ওপরে তানজিদ। এই সংস্করণে ক্যারিয়ার সেরা অবস্থান থেকে পাঁচ ধাপ দূরে তিনি। এশিয়া কাপে এখন পর্যন্ত...