যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ডানপন্থি রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এনেছেন কৌসুলিরা। তারা বলছেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত টাইলার রবিনসন তার রুমমেটের কাছে এক বার্তায় হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়ে রেখেছিলেন। রবিনসনের বিরুদ্ধে ৭ টি অভিযোগ তোলার সময় কৌঁসুলিরা একথা বলেন। ইউটাহ কাউন্টির অ্যাটর্নি জেফ্রি গ্রে জানান, রবিনসন (২২) তার কিবোর্ডের নিচে রুমমেটের জন্য গোপনে একটি চিরকুট রেখে দিয়েছিলেন। তাতে লেখা ছিল, “কার্ককে সরানোর সুযোগ পেয়েছি, আর তাই আমি সেই সুযোগ নিচ্ছি।’ রবিনসনের রুমমেট তার রোম্যান্টিক সঙ্গী বলেও জানান গ্রে। দুইজনের মধ্যকার কিছু টেক্সট মেসেজও শেয়ার করেছেন তিনি। তার মধ্যে একটি টেক্সটে লেখা ছিল, অত্যন্ত ঘৃণা থেকেই কার্ককে গুলি করে মারার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিনসন। যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে একটি স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে...