জেলায় ব্যাটারিচালিত এসব বাহনের সংখ্যা ৪০ হাজার ৫০০টি। এর মধ্যে ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় ৯ হাজার, নাগেশ্বরীতে ৭ হাজার, কুড়িগ্রাম সদরে ৮ হাজার, উলিপুরে ৮ হাজার, রাজারহাটে ৪ হাজার, চিলমারীতে ২ হাজার, রৌমারীতে ২ হাজার এবং রাজিবপুর উপজেলায় প্রায় ৫০০টি ব্যাটারিচালিত বাহন রয়েছে। কুড়িগ্রামে প্রতিদিন ১৩টি শো-রুমে নতুন করে গড়ে অন্তত অর্ধশত ব্যাটারিচালিত বাহন বিক্রি হচ্ছে। এছাড়া জেলার বাইরের শো-রুম থেকেও ক্রয় করে আনা হচ্ছে নিত্যনতুন অটোরিকশা। সারা দেশের মতো উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড়েও লাগাম ছাড়া বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। পঞ্চগড় পৌরসভার তথ্যমতে, পৌর এলাকায় বর্তমানে নিবন্ধিত অটোরিকশার সংখ্যা প্রায় দেড় হাজার। তবে প্রতিদিন শহরের বাইরে থেকে আরও দুই হাজার ব্যাটারিচালিত থ্রি-হুইলার প্রবেশ করে ২০টাকা ফি দিয়ে। এ ছাড়াও জেলার অনিবন্ধিত অটোরিকশার সংখ্যা ৫ হাজারের অধিক। এসব যানবাহনের কারণে প্রতিদিন শহরে তীব্র...