এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্কের অবসান না হতেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে ‘শুকর’ বলে সম্বোধন করেছেন দেশটির সাবেক তারকা অল-রাউন্ডার মোহাম্মদ ইউসুফ। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হলে ইউসুফ নিজের অবস্থান পরিস্কার করেছেন। আলোচিত ওই ম্যাচ শেষে ভারতীয়রা হাত না মেলানোয় পাকিস্তানিরা খুবই ক্ষুব্ধ হয়েছে। সাবেক ক্রিকেটাররা গণমাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ এরও বেশি রানের মালিক মোহাম্মদ ইউসুফ এক টিভি শোতে সূর্যকুমার যাদবকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বসেন। এমনকি অনুষ্ঠানের উপস্থাপক বারবার তাকে সতর্ক করলেও তিনি থামেননি। ইউসুফ:ভারত তাদের মায়ার দুর্গ থেকে বেরিয়ে আসতে পারে না। তাদের অধিনায়ক, শুয়ারকুমার যাদব... ইউসুফ:ওহ, ঠিক আছে! সে শুয়ারকুমার যাদব। ম্যাচ জেতার জন্য ভারতের লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারদের নিয়ে দল তৈরি...