ভারতীয় ক্রিকেট ইতিহাসে অফ স্পিনের নতুন সংজ্ঞা লিখে যিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তিনি রবিচন্দ্রন অশ্বিন। ১৯৮৬ সালের এই দিনে চেন্নাইয়ে জন্ম নেওয়া এই ক্রিকেটার শুধু একজন বোলার নন, বরং তিনি ক্রিকেট মাঠের এক কৌশলী স্থপতি। ব্যাট, বল ও বুদ্ধিমত্তার দুর্দান্ত সমন্বয়ে অশ্বিনকে আধুনিক যুগের অন্যতম সেরা অলরাউন্ডার বলা যায়। ছবি: রবিচন্দ্রনের ফেসবুক থেকে শৈশব থেকেই অশ্বিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী ছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়েও ক্রিকেটের প্রতি তার অনুরাগ থেমে থাকেনি। প্রথমদিকে মিডিয়াম পেসার হিসেবে খেলা শুরু করলেও পরবর্তীতে কোচের পরামর্শে অফ স্পিন বোলিংয়ে মনোনিবেশ করেন। এই পরিবর্তনই তার ভাগ্য বদলে দেয়। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অশ্বিনের। শুরুর দিকেই তিনি ব্যাটিং ও বোলিং-দুই ক্ষেত্রেই কার্যকর প্রমাণিত হন। তবে আসল উত্থান ঘটে টেস্ট...