সৃষ্টিশীল যাত্রার এক দশকে পা রাখলেন তরুণ শিল্পী, অভিনেতা ও ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট আবীর সাদাফ। এই বিশেষ মুহূর্তে তার ব্যান্ড ‘এক্সকেপ’ থেকে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত গান ‘একা’, যা প্রকাশিত হয়েছে ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ২০১৬ সালের জুলাইয়ে নিছক আগ্রহ থেকে ফটোগ্রাফির জগতে প্রবেশ করেন আবীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ওয়ারফেইজ ব্যান্ডের সাথে মঞ্চে ওঠার সেই মুহূর্তই হয়ে ওঠে আজীবনের সৃজনশীল যাত্রার সূচনা। এরপর তিনি ওয়ারফেইজ, শিরোনামহীন, এলআরবি, কিংবদন্তী আইয়ুব বাচ্চু এবং শাফিন আহমেদের সঙ্গে অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বহু বছর ধরে দেশের কিংবদন্তীদের পাশে থেকে কাজ করলেও সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পথটা তার জন্য সহজ ছিল না। আড়াই বছর ধরে আটকে থাকা গানগুলোর সংগ্রামের অবসান ঘটিয়ে অবশেষে গেল ২৮ আগস্ট মুক্তি পায় ‘একা’। গানটি এক্সকেপের আসন্ন অ্যালবাম ‘লুকানো...