১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্নে অস্ট্রেলীয় সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি, বরং সতর্ক করেছেন যে এর ফলে অস্ট্রেলিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি আসন্ন বৈঠকে তিনি সরাসরি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কাছে ওই সাংবাদিকের বিষয়ে নালিশ করার হুমকিও দেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের লনে ট্রাম্প সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন। ওই সময় অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসির সাংবাদিক জন লায়ন্স তাঁর কাছে ব্যক্তিগত সম্পদ ও ব্যবসা নিয়ে প্রশ্ন করেন। লায়ন্স মূলত এবিসির জনপ্রিয় ফোর কর্নারস অনুষ্ঠানের জন্য তথ্য সংগ্রহ করছিলেন। তাঁর প্রশ্ন থেকেই শুরু হয় এই তীব্র প্রতিক্রিয়ার ঘটনা। লায়ন্স প্রথমে ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, চলতি বছরের...