১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক যুদ্ধ দুই দেশের সম্পর্ককে কিছুটা শীতল করে তুলেছিল। পারস্পরিক বাড়তি শুল্ক, কূটনৈতিক টানাপোড়েন ও উত্তপ্ত মন্তব্যের কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনাও থমকে যায়। তবে এর মাঝেই নতুন করে সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত মিলেছে দুই দেশের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। ফোনালাপের মূল উপলক্ষ ছিল মোদির ৭৫তম জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা জানানো। তবে সময়টি ছিল গুরুত্বপূর্ণ—কারণ, রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের ওপর শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ নিয়ে চলা কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর এটিই ছিল দুই নেতার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। ফোনালাপের পর ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া...