আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোর খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিটন দাসের দল। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলে শেষ চারে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের।বাংলাদেশের সমর্থকদের অনেকেরই চাওয়া, শেষ ম্যাচে আফগানদের হারিয়ে শ্রীলঙ্কা জিতুক। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে ঠিক তেমনি প্রশ্ন করা হয়েছিল টাইগার অধিনায়ক লিটন দাসকে। শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ যেতে পারবে সুপার ফোরে। তো ওই ম্যাচে শ্রীলঙ্কাকে সমর্থন করবেন কি না? এমন প্রশ্নে হেসে ওঠেন লিটন। বলেন, ‘জানি না, দেখা যাক কী হয়!’ম্যাচ শেষে তামিমের প্রশংসা করে লিটন বলেন, ‘জয়টা অবশ্যই স্বস্তির, তবে শেষ দিকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। অন্তত ১৫-২০ রান কম করেছি। তবুও নাসুম আর রিশাদ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ।...