রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে নতুন বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক সমাজে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতি’ বেশ কিছু পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দ্বিতীয় বৃহত্তম ক্যাডার সার্ভিস বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় ১৮ হাজার সদস্যের পেশাজীবী সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান প্রকাশ করছে। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বেশকিছু পর্যবেক্ষণ ও সুপারিশ দেওয়া হয়েছে। ১. সাতটি সরকারি কলেজ রাষ্ট্রীয় কাঠামোর অংশ এবং গৌরবময় ঐতিহ্যের ধারক। এগুলোকে হঠাৎ করে কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা বা প্রশাসনিক কাঠামো পরিবর্তন করা জাতীয় স্বার্থ ও ঐতিহ্যের পরিপন্থী। ২. জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার...