ঢাকা: ভারতের কর্নাটক রাজ্যের চাদাচান শহরে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অভূতপূর্ব ব্যাংক ডাকাতির ঘটনা। সেনাবাহিনীর পোশাকের মতো ইউনিফর্ম পরে এবং আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারী একদল ডাকাত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় ঢুকে সোনার গহনা ও নগদ অর্থ লুট করে পালিয়েছে।পুলিশ জানিয়েছে, ডাকাতরা প্রায় ২০ কোটি রুপির স্বর্ণালঙ্কার ও এক কোটি রুপি নগদ নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার সময় তারা প্রথমে ব্যাংকের কর্মীদের জিম্মি করে, শাখা ব্যবস্থাপকসহ সবাইকে বেঁধে টয়লেটে আটকে রাখে। কর্মী ও গ্রাহকদের হাত-পা প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে নড়াচড়ার সক্ষমতাও কেড়ে নেয়।ডাকাতির ধরন, প্রস্তুতি ও কার্যকারিতা দেখে তদন্তকারীরা এটিকে একটি পেশাদার ও পূর্বপরিকল্পিত হামলা বলে মনে করছেন স্থানীয় প্রশাসন ও পুলিশ। এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক...