বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার মতো হাঁটাচলা ও কণ্ঠস্বরেও মিল আছে। অমিল শুধু মুখের হাসিতে। ক্যামেরার সামনে সবসময় গম্ভীর তিনি। সম্প্রতি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আরিয়ানকে দেখে এমনটিই মনে হয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের। কেন এমন আরিয়ান? সে বিষয়ে কথা বলেছেন অভিনেতা রাঘব জুয়াল। বাদশাহ ছেলে আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়েই থাকে আতশ কাচের তলায়। খুব শিগগির বলিউডে আত্মপ্রকাশ করছেন আরিয়ান খান। তবে অভিনেতা নয়, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। আরিয়ান খান কোনো ফটোসাংবাদকি দেখলেই মুখ ঘুরিয়ে নেন। কখনও একদম মুখোমুখি হলে পোজ দেন ঠিকই কিন্তু মুখে হাসি থাকে না। সারাক্ষণই আরিয়ানের মুখ ভার থাকে। তবে হাতেগোনা কয়েকবারই তাকে হাসতে দেখা গেছে। গত বছর আইপিএলে...