১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনায় নৃশংসতা বেড়ে গেলেও পাকিস্তানের একটি ভাইরাল ভিডিও যেন মানবতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, এক ডেলিভারি কর্মী ছিনতাইয়ের শিকার হওয়ার পর কান্নায় ভেঙে পড়লে, ছিনতাইকারীর মন গলে যায়। অবশেষে তিনি ফিরিয়ে দেন ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা, এমনকি ওই যুবককে জড়িয়ে ধরেন। ভিডিওটি সিসিটিভি ফুটেজ থেকে ভাইরাল হয়েছে, যার লোকেশন এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও, এটি পাকিস্তানের কোনো শহরের বলে অনুমান করা হচ্ছে। ফুটেজে দেখা যায়, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎই একটি বাইকে আসা দুই ছিনতাইকারী তাঁর কাছে গিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ পর্যায়ে ছিনতাইয়ের শিকার যুবক ভীত ও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। কান্না শুনে...