নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশ সরকার কুকুরের কামড়ের ঘটনা নিয়ন্ত্রণে আনতে একটি নতুন এবং কঠোর আইন জারি করেছে। এই আইন অনুযায়ী, কোনো কুকুর যদি পরপর দুইবার বিনা উস্কানিতে মানুষকে কামড় দেয়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে। অর্থাৎ, ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনে পথচারীকে কুকুরের প্রথমবার কামড়ানোর পর যদি আক্রান্ত ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নেন, তাহলে বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করবে। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে এবং এরপর তাকে ছেড়ে দেওয়া হবে। তবে, এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে। আইনের কঠোরতা প্রকাশ পায় যখন বলা হয়, যদি একই কুকুর দ্বিতীয়বার কোনো কারণ...