বাংলাদেশের উদ্যমী ও মেধাবী তরুণরা বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়াতে প্রস্তুত। আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে (ডব্লিউআইসিই) অংশ নিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ডেলিগেশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ড্রিমস অব বাংলাদেশের সিইও মাহাদীর ইসলাম বলেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের বিশ্ব দরবারে উপস্থাপনের সুযোগ করে দিচ্ছি। এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মানজনক পুরস্কারসহ তিনটি স্বর্ণপদক অর্জন আমাদের গর্বের সম্পদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাসা, মাইক্রোসফট এবং রোবোসাবের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আমাদের রয়েছে। এ বছর ইতিহাসে প্রথমবারের মতো এত বড় বাংলাদেশি ডেলিগেশন ডব্লিউআইসিই-তে অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ক্ষুদে...