এখন সময়টা জ্বরের। বেশ কিছুদিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ দেখা যাচ্ছে। এডিস মশাবাহিত এই দুই রোগের লক্ষণ ও উপসর্গ প্রায় একই রকম। এছাড়া এই দুই ধরনের ভাইরাস প্রায় একই সময়ে দেখা দেয় বলে বোঝা যায় না যে, ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া। বুঝে উঠতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। ডেঙ্গু ও চিকুনগুনিয়া এই দুই রোগের উপসর্গ কাছাকাছি হলেও বেশ কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো জানা থাকলে চিকিৎসা দ্রুত করা যাবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে- ১. ডেঙ্গু সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যে সেরে যায়। চিকুনগুনিয়ার রোগী ৭ থেকে ১০ দিনে সেরে উঠলেও ব্যথা কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি জ্বর সেরে গিয়ে আবারও হতে পারে। ২. ডেঙ্গু হলে জ্বরের সঙ্গে মাথা ও পেশিতে ব্যথা...