মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে কয়ারিয়া ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। উপজেলা ছাত্রদল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টায় এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় নিয়মিত স্থানীয় বিএনপির নেতাকর্মী তাদের সভা-সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্ত মঙ্গলবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্তরা মিলে বিএনপির ওই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী সরেজমিন পরিদর্শন করে। একপর্যায়ে তারা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে।আরও পড়ুনআরও পড়ুন১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্সি জানান, আওয়ামী লীগের দোসররা মিলে কয়ারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাই। এ ব্যাপারে কালকিনি থানার...