রাবি: পোষ্য কোটা পুনর্বহালসহ ৩ দফা দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে তারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেয়।পোষ্য কোটা পুনর্বহাল ছাড়াও প্রশাসক প্রথার বিলোপ এবং শিক্ষকদের জন্য ব্যক্তিগত চেম্বারের ব্যবস্থা ও গবেষণার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, আমরা প্রশাসনকে সময় দিয়েছিলাম এবং তারাও আমাদেরকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। কিন্তু সেই তারিখ পার হয়ে গেলেও আমরা কোনো দৃশ্যমান সমাধান দেখতে পাইনি। তাই আমরা প্রশাসনকে আজ ও আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানানোর জন্য বলেছি। অন্যথায় আমরা ২১ তারিখ থেকে আন্দোলনে নামবো।কর্মবিরতি রাকসু...