চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারের পর কোচ ব্রুনো লাগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বেনফিকা। নতুন কোচ হিসেবে জোসে মরিনিয়োকে নিয়োগ দিতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় বেনফিকা। পরদিনই তারা বিবৃতি দিয়ে জানায়, চুক্তি বাতিল করতে লাগের...